# জিকে 34 টি প্রশ্ন উত্তরের সেট (Part - 01)

১. ২০১৮ সালে Press Freedom Prize award কে পেয়েছে?
উত্তরঃ   মেহমুদ আবু জেইদ

২. বিসিসিআই রির্পোট অনুযায়ী ভারতীয় দুজন ক্রিকেটার ২০১৮ সালে অর্জুন পুরস্কার পেল, তাদের নাম কী?
উত্তরঃ স্মৃতি মান্ধানা ও শিখর ধাওয়ান

২. বিসিসিআই রির্পোট অনুযায়ী ভারতীয় দুজন ক্রিকেটার ২০১৮ সালে অর্জুন পুরস্কার পেল, তাদের নাম কী?
উত্তরঃ  স্মৃতি মান্ধানা ও শিখর ধাওয়ান

৩. সম্প্রতি মনিপুর রাজ্যে প্রধান ফুলের তকমা পেল কোন ফুল?
উত্তরঃ  সিরুইলিলি

৪. 'Harimav Shakti' কোন কোন দেশের joint exercise?
উত্তরঃ  ভারত ও মালয়েশিয়া

৫. 'Startup Weak 2018’ চালু করল কোন রাজ্য ?
উত্তরঃ  মহারাষ্ট্র

৬. শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্তর বিষয়ে ব্রিটিশ কাউন্সিল ভারতের কোন রাজ্যের সঙ্গে মউ স্বাক্ষর করল?
উত্তরঃ  মহারাষ্ট্র

৭. সম্প্রতি সুপ্রিম কোর্টের পঞ্চম মহিলা বিচারপতি পদে কেনিযুক্ত হলেন?
উত্তরঃ  ইন্দু মালহােত্রা

৮. ভারত-নেপাল Inter Governmental Committee-এর মিটিং কোথায় অনুষ্ঠিত হল?
উত্তরঃ  কাঠমান্ডু

৯. 'Archaco Broma’ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হল?
উত্তরঃ  মুম্বই

১০. ভারতে সর্বপ্রথম Industrial Solar microgrid commission ভারতের কোন শহরে অনুষ্ঠিত হল?
উত্তরঃ  ভদোদরা

১১.পাননুমডােম কোন দুটি দেশের মধ্যে তৈরি বর্ডার?
উত্তরঃ  উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

১২. রাহুল ভাটিয়া কোন Air কোম্পানীর সাথে যুক্ত?
উত্তরঃ  ইন্ডিগাে

১৩. অঙ্কিতা রাইনা কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ  টেনিস

১৪. ভারতের কোন শহরে সর্বপ্রথম কুলিনারি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হল?
উত্তরঃ  নয়ডা

১৫. ২০১৯ সালে প্রবাসী ভারতীয় দিবস’ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ  বারানসী

১৬.  ‘আয়ুষ্মন ভারত দিবস’ কোন দিনে পালন করা হয়?
উত্তরঃ  ৩০ এপ্রিল

১৭. সম্প্রতি সুজলাম সুফলাম ওয়াটার কনজারভেশন প্রােজেক্ট’ চালু করল . কোন রাজ্য ?
উত্তরঃ  গুজরাট

১৮. আন্তর্জাতিক শ্রমিক দিবস কোন দিনটি পালন করা হয়?
উত্তরঃ  ১ মে

১৯. এয়ার প্যাসেঞ্জার ট্রাফিক প্রকল্প অনুযায়ী দ্রুততম উৎপাদন বৃদ্ধিতে কোন দেশ?
উত্তরঃ  ভিয়েতনাম

২০. সম্প্রতি ‘গােবরধন যােজনা' কোন জেলা চালু হল?
উত্তরঃ  কার্নাল(হরিয়ানা)

২১. Blue origin এই aero space company কোন সংস্থা তৈরি করেছে?
উত্তরঃ  আমাজন

২২. তাইওয়ানের সাথে ৮০ বছর পর কোন দেশ যুক্ত হতে চলেছে?
উত্তরঃ  ডােমিনিকান রিপাবলিক

২৩. সম্প্রতি ভারতের কোন রাজ্যে BS-VI fuel চালু হল ?
উত্তরঃ  দিল্লি

২৪. সম্প্রতি ইউরােপিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার ২০১৮’কে হলেন? -
উত্তরঃ  মহম্মদ সালাহ

২৫. সম্প্রতি ‘বিজয় প্রহার' exercise রাজস্থানের কোথা থেকে উদ্বোধন করা হল?
উত্তরঃ  সুরাটগড়

২৬.‘Vibrant North East 2018’ ইভেন্টটি কোথায় অনুষ্ঠিত হল?
উত্তরঃ  গুয়াহাটি

২৭. বর্তমানে ভারতীয় পুরুষ হকি দলের কোচ হিসেবে কেনিযুক্ত আছেন?
উত্তরঃ  হরেন্দ্র সিং

২৮. সম্প্রতি ‘e-office system’ চালু করল কোন রাজ্যের পুলিশ?
উত্তরঃ  হায়দরাবাদ

২৯. সম্প্রতি সেন্ট্রাল পলিউসান কন্ট্রোল বাের্ড কোন দ্রব্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে?
উত্তরঃ  Party Poppers

৩০. সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে 3rd Maritime Security dialouge কোথায় অনুষ্ঠিত হল?
উত্তরঃ  গােয়া

৩১. Pakyong Airport কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ  সিকিম

৩২. 'Go to Village' mission কোন রাজ্যে চালু হল?
উত্তরঃ  মনিপুর

৩৩. ‘New Defence Planning Committee (DPC)-এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন ?
উত্তরঃ  অজিত ডােভাল

৩৪. সম্প্রতি কৃষকদের আবহাওয়া সম্পর্কিত যাবতীয় খবর পাওয়ার জন্য 'Maha Vedh’ অ্যাপ চালু করল কোন রাজ্য?
উত্তরঃ  মহারাষ্ট্র



আমাদের অ্যাপস টি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মূল্যবান রেটিং দিয়ে আমাদের উৎসাহিত করবে...ধন্যবাদ